ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্য শুরু করেছে মিশর। ইরানের মেহের নিউজের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে গত সোমবার প্রথবারের মতো পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে ইরানের একটি কার্গো জাহাজ মিশরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
বর্তমানে দু দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর পাশাপাশি ২০১২ সালে ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর ইরান ও মিশরের মধ্যে যোগযোগের সর্বশেষ মাধ্যমটিও বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক মাস ধরে দু দেশের কর্মকর্তারাই আশা করছিলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে আবার বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা হবে। এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও প্রতিষ্ঠা হবে বলে আশা করেন তারা।
ইরানের জাতীয় তেল কোম্পানির মহা ব্যবস্থাপক রোকনুদ্দিন জাভাদি জানান, মিশরের কাছে তেল ও তেলজাত পণ্য রপ্তানি করতে তেহরানের জন্য কোনো সীমাবদ্ধতা নেই বরং তারা যখনই সরকারি কোনো অনুরোধ করবে তা বিবেচনা করে দেখবে ইরান