জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) কমান্ডার মোল্লা ফজলুল্লাহ ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে। হিন্দুস্থান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইট সোমবার ফজলুল্লাহর মৃত্যুর বিষয়টি জানায়।
আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওক এক টুইটার বার্তায় জানায়, আফগান কর্মকর্তারা তালেবান কমান্ডার কারি হেদায়েতুল্লাহর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তবে ফজলুল্লাহর মৃত্যুর বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে ২০১৪ সালেও কয়েকবার ড্রোন হামলায় ফজলুল্লাহ নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। তবে বরাবরই এ খবর ভুয়া প্রমাণিত হয়েছে।
২০১৩ সালে মার্কিন ড্রোন হামলায় টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর দায়িত্ব পান মোল্লা ফজলুল্লাহ।
Prev Post