খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে এহেন ষড়যন্ত্র থেকে সরকারকে বিরত হবার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, তারেক পরিষদ, ছাত্রদল এবং জাসাসের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ একই ভাষায় বলেছেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার এহেন ষড়যন্ত্রে মেতে উঠেছে।’ নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘এ মামলা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে।
বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে, বেগম জিয়া রাস্তায় নামলে তাদের টনক নড়ে যায়। তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেজন্য তারা বেগম জিয়াকে রাজনীতি থেকে চিরতরে সরানোর নীল নক্সার অংশ হিসেবে রাষ্ট্রদ্রোহের হাস্যকর অভিযোগ দায়ের করেছে।’
সোমবার প্রদত্ত ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
‘অবিলম্বে এ জঘন্য মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তি নির্বাচনের দাবি’ জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল এবং মহাসচিব জসীমউদ্দিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ প্রমুখ।
Next Post