আইপিএলে বাধা নেই মুস্তাফিজের

0

mustafizurঘরোয়া ক্রিকেটের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল খেলতে বাধা নেই বাংলাদেশের বোলিংয়ের চমক মুস্তাফিজুর রহমানের। সেখানে বিশ্বের তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার কথা রয়েছে তার। পিএসএলে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপের পর বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা কম থাকায় আইপিএলে খেলতে বাধা নেই মুস্তাফিজের এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান।
আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি যদি মুস্তাফিজকে দলে রাখতে চায় তাতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যেহেতু বিশ্বকাপ টি-টোয়েন্টির পরে আইপিএল অনুষ্ঠিত হবে, তাতে মুস্তাফিজকে বোর্ডের পক্ষ থেকে কোনোরকম বাধা দেয়া হবে না। সে যদি পুরোপুরি ফিট থাকে আইপিএলের আসরে খেলতে তার কোনো অসুবিধা হবে না।
২০ বছর বয়সী মুস্তাফিজ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আরো বলেন, বর্তমান ক্রিকেটে তার অভিজ্ঞতার প্রয়োজন। আইপিএলের আসরে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ থাকে। সাকিব আল হাসানের মতো মুস্তাফিজও সেখানে খেললে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাই কোনো দল তাকে নিতে চাইলে অবশ্যই তার সেখানে খেলা উচিৎ।
আইপিএলের প্লেয়ার ড্রাফটে বেশ গুরুত্বের সঙ্গেই রাখা হয়েছে মুস্তাফিজকে। টাইগারদের কাটার স্পেশালিস্ট এই পেসারের সঙ্গে প্লেয়ার ড্রাফটে রয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার। আরও রয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এরই মধ্যে আইপিএলের নবম আসরে মুস্তাফিজের পর তামিম, তাসকিন এবং সৌম্যর ভিত্তিমূল্য নির্ধারণ করেছে বিসিসিআই।
চারজন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা। ওপেনার তামিম ইকবালের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার তাসকিনের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা।
প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আর আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
এছাড়াও এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ মিলিয়ন রূপি। এই ক্যাটাগরিতে রয়েছেন যুবরাজ সিং, কেভিন পিটারসেন, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ ও শেন ওয়াটসন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More