তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের মতোই বঙ্গবন্ধুকে নিয়ে, ৭১’র শহীদ ও মুক্তিযদ্ধাদের প্রসঙ্গে আবোল তাবোল বকছেন এবং অপমান করছেন। আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ ও মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আবোল তাবোল বকেন তাহলে উনার জায়গা হবে পাগলা গারদে আর না হলে আদালতের বারান্দায়।
মন্ত্রী বলেন, উনি যদি পাগল হয়ে থাকলে উনাকে পাগলা গারদে পাঠানো হবে, তাহলে মাফ পাবেন উনি, না হলে আদালতে যেতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেন, এসময় বেগম জিয়া মিথ্যাচার করছেন, আর আমরা তার সম্পর্কে সত্যি কথা বলছি। এ বিষয়ে বেগম জিয়া আবোল তাবোলই বকছেন।
এসব নিয়ে যারা বেগম জিয়ার পক্ষে সাফাই গাইছেন তাদেরকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী আরো বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু বা তার ভূমিকা নিয়ে ও শহীদদের আত্মত্যাগ নিয়ে যে কোন কটাক্ষ গ্রহণযোগ্য নয়।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Prev Post