একাত্তরে যুদ্ধাপরাধ মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্থানীয়ভাবে ‘টাক্কাবালী’ নামে পরিচিত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, টাক্কাবালী দীর্ঘদিন ধরে অ্যাজমা, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
Next Post