ইরানের নৌবাহিনী বিশাল নৌমহড়া চালাতে যাচ্ছে। হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তাংশের ৩০ লাখ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বেলায়েত-৯৪ নামের এ মহড়া হবে। এটি হবে চলতি ফার্সি বছরে ইরানি নৌবাহিনীর শেষ মহড়া।
গত ২১ জানুয়ারি থেকে মহড়ার প্রস্তুতি চলছে এবং সেনাদেরকে তাদের অবস্থানে মোতায়েন করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, মহড়ার কৌশলগত অংশ অনুষ্ঠিত হবে বুধবার। সমুদ্রিক নিরাপত্তা রক্ষায় ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরা এ মহড়ার অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।
হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ভারত মহাসাগরের উত্তরাংশের নিরাপত্তা কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়টি মাথায় রেখে মহড়া চালানা হবে। বিভিন্ন ধরনের সাবমেরিন, ডেস্ট্রয়ার, মিসাইল লাঞ্চার, অক্সিলিয়ারি ক্রুজার এবং মেরিন ব্রিগেডের সদস্যরা এ মহড়ায় অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন।
সূত্র : রেডিও তেহরান