দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ব্রিজের ওপর পাওয়ার ট্রলারের ধাক্কায় ছুন্নত আলী (৭৮) নামের এক বৃদ্ধ মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। আজ সকাল ১০টার দিকে ব্রিজ পার হয়ে আসার সময় দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহসানুল হক জানান, দামুড়হুদার কোমরপুর গ্রামের জাফর আলীর ছেলে ছুন্নত আলী ব্রিজ পার হয়ে বাজারের দিকে আসছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করে তার স্বাজনরা।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, আহত ছুন্নত আলী মারা গেছেন বলে শুনেছি। তার পরিবারের লোকজন কোনো অভিযোগ ছাড়াই ময়না তদন্ত ছাড়াই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লাশ নিতে চাইলে দেয়া হবে।
Prev Post
Next Post