অনেক কাঁটা-ছেঁড়ার পর ভারতে মুক্তির অনুমতি তুষার-আফতাবের নতুন সিনেমা ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’। গত শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে পর্ন কমেডি ধাঁচের সিনেমাটি। তবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে প্রতিবেশি দেশ পাকিস্তানে। দেশটিতে সিনেমা প্রদর্শনে উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেন্সর বোর্ড।
সম্প্রতি এক বৈঠকে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ও তাদের প্রাদেশিক সেন্সর বোর্ডগুলো সিনেমাটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সিবিএফসি-র প্রধান মোবাসির হাসান জানান, সিনেমাটি আগাগোড়া অশালীন। নগ্নতায় ভরা, উক্তিও কুরুচিকর, অশ্লীল বিষয়বস্তু রয়েছে। বোর্ড সরকারিভাবেই সিনেমাটি আমজনতাকে দেখানোর অনুমতি দেয়নি। সিনেমাটি প্রাপ্তবয়স্ক তকমা দিয়েও সর্বসাধারণের প্রদর্শনের অনুমতি দেয়া সম্ভব হচ্ছে না কারণ সর্বোপরি সেটি অশালীন।
শুক্রবার ভারতের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি পেয়েছে ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’। পাকিস্তানের বেশ কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি চললেও প্রেক্ষাগৃহের মালিকদের সিনেমাটি স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Prev Post
Next Post