আগামীকাল বুধবার থেকে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এবং ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করবেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সরকারি দফতরগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন জনমুখী ডিজিটাল সেবা স্বম্পর্কে জনগণকে অবহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫০টির অধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি সেবাকে জনগণের দোর-গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে।
ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ( আইসিটি ও মিডিয়া) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, এ মেলার মাধ্যমে জনগণ তথ্য প্রযুক্তির ব্যবহারে আরো বেশি আগ্রহী হবে এবং সরকারি বেসরকারি অনলাইন ও ইনোভেটিভ সেবা নিয়ে ধারণা তৈরি হবে।
Prev Post