ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ ভারত দারুণ কামব্যাক করলো টি-টোয়েন্টিতে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো মহেন্দ্র সিং ধোনির ভারত। অ্যাডিলেড ওভালে ভারতের দেয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ভারতের দেয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। মাত্র ৫ ওভারে ৪৭ রান তুলে নেয় এই দুই ওপেনার। সে সময়ই আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ওয়ার্নারকে কোহলির ক্যাচে পরিণত করে শুরু করেন পাল্টা আঘাত। এর পর দ্বিতীয় উইকেট জুটিতে আরো ৪২ রান যোগ করে স্বাগতিকদের কক্ষপথে রাখেন স্মিথ ও ফিঞ্চ। দলীয় ৮৯ রানের মাথায় ফিঞ্চ ও স্মিথের বিদায়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে আরো কামব্যাক করতে পারেনি ফিঞ্চের অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৫১ রানে শেষ অজিদের ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান করেন অ্যারন ফিঞ্চ। এছাড়া স্মিথ ২১ এবং ওয়ার্নার ও লিন করেন সমান ১৭ রান। ভারতের সফলতম বোলার বুমরাহ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন অশ্বিন, জাদেজা ও পাণ্ডে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত দ্রুতই শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে হারালেও বড় কোন অঘটন ঘটতে দেননি বিরাট কোহলি ও সুরেশ রায়না। কোহলির ৫৫ বলে খেলা ৯০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে ভারত। তার মারকুটে ইনিংসটি সাজানো ছিল ২টি ছয় ও ৭টির চারের মারে। সুরেশ রায়না করেন ৩৪ বলে ৪১ রান। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২১ বলে ৩১ রান। শেষের দিকে ৩ বলে ১৩ রানের ছোট একটি ক্যামিও খেলেন অধিনায়ক ধোনি। ১টি চার ও ১টি ছয় হাঁকান ক্যাপ্টেন কুল। শেন ওয়াটসন ২টি ও জেমস ফকনার নেন ১টি উইকেট।
৩৭ রানের আত্মবিশ্বাস ফেরানো এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামী ২৯ জানুয়ারি মেলবোর্নে মুখোমুখি হবে দু’দল।