সিরাজগঞ্জে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে ধাক্কধাক্কির একপর্যায়ে বাড়ীর ছাদ থেকে পড়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য গোলাম মোস্তফা স্বপন (৪৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার হোসেনপুর মহল্লা উপজেলা পরিষদ ভবনের দক্ষিণে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা স্বপন ওই মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে হিটার চালানোর অভিযোগে পিডিবি কর্মকর্তারা স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্বপন তার পরিবারের লোকজন বাধা দিলে পিডিবি কর্মকর্তাদের সাথে ধস্তাধস্তি হয়। ছাদে ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির মালিক স্বপন ছাদ থেকে পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।
এদিকে মৃত স্বপনের ভাতিজা রাসেল মাহমুদ জানান, পিডিবির লোকজন বাসার মিটার চেক করতে মই বেয়ে একতলা ভবনের ছাদে ওঠে। এতে বাড়ির ভেতরে থাকা মেয়েরা ভয় পেয়ে যায়। পরে আমার চাচাসহ বেশ কয়েকজন ছাদে উঠে তাদের ছাদে ওঠার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বাড়ির লোকজনের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছাদ থেকে পড়ে আমার চাচা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আবাসিক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, ওই বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির লোকজন কর্মকর্তাদের বাসায় ঢুকতে বাঁধা দেয়। পরে স্থানীয় লোকজন ডেকে এনে আমাদের লোকজনকে ঘিরে ফেলে এবং মারপিট করে। এক পর্যায়ে তারা পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আল মোস্তাহিদ, মেহবুব মোস্তফা ও লাইন হেলপার সৈয়দ নবী আজাদকে মারপিট করে। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারে। তিনি ছাদে ওঠেননি বলে জানান এ কর্মকর্তা।
Next Post