সিরিয়াসহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে ইউরোপে হাজার হাজার অভিবাসী আসার প্রেক্ষাপটে আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে এক বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে ডেনমার্ক।
ডেনিশ পার্লামেন্টে মঙ্গলবার পাস হওয়া ওই পদক্ষেপগুলোয় পুলিশকে অভিবাসী আশ্রয়প্রার্থীদের মূল্যবাস ব্যক্তিগত সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষমতা দেয়া হয়েছে। এছাড়া আরো নিয়ম করা হয়েছে যে, আশ্রয়প্রার্থীদের তাদের পরিবারের সদস্যদেরকে ডেনমার্কে নিয়ে আসার আগে তিন বছর অপেক্ষা করতে হবে।
পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিলটি পাস হয়েছে। এই পরিকল্পনা নিয়ে বিতর্কের সময় পার্লামেন্টে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
নতুন এ পরিকল্পনায় বলা হয়েছে, শরণার্থীরা ১,৫০০ ডলারের বেশি মূল্যের সম্পদ রাখতে পারবে না। তবে বিয়ের আংটির মতো যেসব জিনিসের সঙ্গে স্মৃতি বা আবেগ জড়িত—সেগুলো এর বাইরে থাকবে।
এটা ডেনমার্কের জনকল্যাণ সংক্রান্ত আইনের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
Prev Post
Next Post