চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম চৌধুরীর বাসায় দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি দিদারের বাড়ির ছাদে আরেকটি বাড়ির উঠানে পড়ে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উত্তর কাট্টল্লীর ১৮৭৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি স্বীকার কওে দিদারুল আলমের চাচাতো ভাই ও চট্টগ্রামের মেয়রের ছেলে সরোয়ার বলেন, ‘সন্ধ্যায় কে বা কারা গেটের বাইরে থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি আমার চাচাতো ভাই দিদারের বাসার ছাদে পড়ে। অন্যটি উঠানে পড়ে।’
উল্লেখ্য, চট্টগ্রামের মেয়র মনজুর আলমের বড় ভাই আবু তাহেরের ছেলে দিদারুল আলম গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এসময় মেয়র বাসায় থাকলেও দিদার বাসায় ছিলেন না।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি তবে বিস্তারিত জানিনা।’