ইউরোপে আইএস ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোল। ইইউ রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংস্থা আট সপ্তাহ আগে আলাপ-আলোচনা করে যে উপসংহার টেনেছিল তার ওপর ভিত্তি করেই এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপোল। ৮ পাতার এ প্রতিবেদনে বলা হয়েছে, আরো জঙ্গি হামলা হতে পারে খুব শিগগিরই। ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনাই আইএস জঙ্গি গোষ্ঠীটির বিশ্বব্যাপী হামলা চালানোর বৃহত্তর কৌশলের ইঙ্গিত দিচ্ছে। সুনির্দিষ্টভাবে তারা ফ্রান্সে হামলা চালিয়েছে। কিন্তু ইইউ এর অন্য সদস্য দেশগুলোতেও হামলার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইএস বা আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসীগোষ্ঠী কিংবা ধর্মীয় আদর্শে উজ্জীবিত অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কার সব কারণই বিদ্যমান। এককভাবে জঙ্গি হামলার পাশাপাশি জঙ্গি গ্রুপগুলোর হামলার আশঙ্কা এতটুকুও কমেনি। ইউরোপোলে নতুন ইউরোপীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্র চালুর উদ্বোধনী বক্তব্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক রব ওয়াইনরাইট বলেন, ‘ইউরোপে হামলা চালানোর ইচ্ছা এবং সক্ষমতা দুইই আইএসের রয়েছে।’