
বুধবার সকালে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবরদী ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার সাব ইনেসপেক্টর দীপক সরকার জানান, মটরসাইকেল চালক তার স্ত্রীকে নিয়ে একটি পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সেবাগ্রীন লাইন পরিবহন (ঢাকা মোট্রো ব-১৪-৮৮৮৭) তাদেরকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মটরসাইকেল চালক শাজাহান ভুইয়া (৩৫) নিহত হন। অপর আরোহী তার স্ত্রী বৈশাখীকে আহত অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাজাহান ভুইয়ার বাড়ী মুকসুদপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে বলে পুলিশ নিশ্চিত করেছে।