রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত (ভারপ্রাপ্ত) সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার রাত ৮টায় হলের টিভি রুমে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে হলের শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।
আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাবি ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর শাকীল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, শামসুজ্জামান ইমন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘ছাত্রলীগ সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত। শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নের যে স্বপ্ন ছিল সে লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। কিন্তু এ বাংলাকে যেন সামনের দিকে ধাবিত করা না যায় সে জন্য জঙ্গিবাদী সংগঠনরা একের পর এক নানা চক্রান্ত করে যাচ্ছে। তবে তারা যতই ষড়যন্ত্র করে যাক আমারা আমাদের স্বাধীনতার পথেই পরিচালিত হব’।
এসময় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে মুজীবীয় শুভেচ্ছা জানান।
Next Post