গুগল এখন শুধু আর গুগল কোম্পানি নয়। গুগলকে যে প্রচলিত প্রতিষ্ঠান হিসেবে জেনে এসেছেন, তা থেকে অনেক বদলে গেছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি বিশাল পরিবর্তন আনার ঘোষণা দেয়।
অ্যালফাবেট নামের একটি প্রতিষ্ঠানের অধীনে চলে যায় গুগল। মূল প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে অ্যালফাবেট। আগে যেগুলো গুগলের প্রতিষ্ঠান হিসেবে ছিল, সেগুলো গুগল থেকে আলাদা করে ফেলা হয়। এরপর সেগুলোকে আলাদা কোম্পানি হিসেবে অ্যালফাবেটের অধীনে আনা হয়। এখন প্রতিটি কোম্পানির আলাদা আলাদা প্রধান নির্বাহী রয়েছেন।
২০১৫ সালের অক্টোবর মাস থেকে গুগলের এই নতুন পরিকল্পনা কার্যকর হয়। গুগলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি পেজ মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী হন এবং গুগলের দায়িত্ব পান সুন্দর পিচাই। গুগলকে ভেঙে ফেলায় ল্যারি পেজ ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার আরও স্বাধীনতা পেয়েছেন।
অ্যালফাবেটের এখন কয়টি কোম্পানি? ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত হিসাব ধরলে দেখা যাবে, এখন অ্যালফাবেটের কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।
অ্যালফাবেটের এই নয়টি কোম্পানি হচ্ছে নেস্ট, অ্যাকসেস অ্যান্ড এনার্জি, ভ্যারিলি, ক্যালিকো, সাইড ওয়াক ল্যাবস, গুগল, গুগল এক্স, গুগল ভেঞ্চারস, গুগল ক্যাপিটাল। এই নয়টি প্রতিষ্ঠান ছাড়াও গুগল এ বছর রোবোটিক ও স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে আলাদা দুটি প্রতিষ্ঠান গড়ে তুলছে বলে গুঞ্জন রয়েছে।
Prev Post
Next Post