‘জনগণকে ভালোবাসলে জনগণও নেতাদের ভালোবাসে’

0

obaidul kaderশুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে রওয়ানা হওয়ার পর ঘন কুয়াশার কারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবতরণ না করে সেতু মন্ত্রী ওবায়দুল কদের বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের পশ্চিম লাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে কোন ধরণের নিরাপত্তা ছাড়াই মন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে মোটরসাইকেলে রওয়ানা করেছেন উল্লেখ করে বলেন, সাধারণ জনগণ স্বতস্ফুর্তভাবে তাকে বরণ করেছেন। সেখানেতো সকল দলের মানুষ ছিলো। তিনি নিরাপত্তা নিয়ে কোন শঙ্কাও বোধ করেননি।
তিনি বলেন, প্রকৃত অর্থে জনগণই হচ্ছে আসল নিরাপত্তা কর্মী। জনগণকে ভালোবাসলে জনগণও নেতাদের ভালোবাসে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় চৌমুহনীতে ৬ কোটি টাকা ব্যয়ে চারলেন সড়কের রিজিড পেভমেন্ট দ্বারা নির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি।
চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক টিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরন, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেনসহ আওয়ামী লীগ ও সযোগী সংগঠনের নেতারা।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কাউন্সিল সামনে। আওয়ামী লীগের কাউন্সিল ঘোষাণার পর মার্চ মাসে বিএনপিও কাউন্সিলের ঘোষণা দিয়েছে, ভালো কথা। বিএনপিতে কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশী করার একটা প্রতিযোগিতা চলছে। কাউন্সিলে পদপদবী পেতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে বিষোদগার করে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করার প্রতিযোগিতায় নেমেছে বিএনপি নেতারা।
নোয়াখালীর এ কৃতী সন্তান বলেন, যতদূর জানি ফেব্রুয়ারিতে প্রথম দফায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন হবে মার্চে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হলেও কোন দলীয় প্রভাব থাকবেনা বলে উল্লেখ করেন তিনি।
সেতু মন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, কুমিল্লা থেকে নোয়াখালী এবং ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক ৩০ ফুট চওড়া রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। রাস্তায় ছোট যানবাহনের জন্য আলাদা লেন থাকবে। এছাড়া আরো উন্নয়নের কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More