খুলনা ও যশোরে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনে ১৩ জন ফাস্ট বোলার বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যশোরে ৮৮৯ জন ফাস্ট বোলার নিবন্ধন করেন। এদের মধ্য থেকে দু’জন ছেলে ফাস্টবোলারকে বাছাই করা হয়। যশোরে সব চেয়ে দ্রুতগতির ফাস্ট বোলারের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩১ কিলোমিটার। প্রতিযোগিতার বিচার-কার্য পরিচালনার জন্য জাতীয় মহিলা ক্রিকেট দলের সেরা ফাস্ট বোলার জাহানারা আলম উপস্থিত ছিলেন।
অপরদিকে খুলনায় ৮৮৫ জন ফাস্ট বোলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্য থেকে ১০ জন ছেলে এবং একজন মেয়ে ফাস্ট বোলারকে বাছাই করা হয়। খুলনায় সর্বোচ্চ গতির বোলারের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩১ কিলোমিটার।
খুলনায় প্রতিযোগিতার এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তামিম ইকবাল অতিথি হিসাবে উপস্থিত হন। তাদের উপস্থিতি প্রতিযোগিদের মনোবল আরো বাড়িয়ে দেয়।
এখন পর্যন্ত ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনে সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ফরিদপুরে প্রতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটার।
Next Post