প্রেমের ঠ্যালায় মন যেন উড়াল দিয়ে যায়। ক্যাটরিনা-বিরাটের অবস্থাটা ঠিক যেন এরকমই। অবাক লাগছে বিরাটের সঙ্গে আনুষ্কার বদলে ক্যাটরিনার কথা শুনে।
ভাবছেন প্রেমিক বদলে গেল কিনা। আসলে তা নয়। শ্রীলঙ্কায় চুটিয়ে চলছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বম্বে ভেলভট’ ছবির শ্যুটিং। আর সেখানে অভিনয় করছেন রণবীর কাপুর ও আনুষ্কা শর্মা।
সিনেমাতে প্রেমের অভিনয় করলেও, মিস করছেন সত্যিকারের প্রেমকে। রণবীরের মনে ক্যাটরিনা আর অনুষ্কা জপে চলেছেন বিরাটের নাম। কথায় আছে না, ভালোবাসার টানে কাছে আনে। তাইতো আর দেরি নয়। ছুট দিলেন ক্যাটরিনা ও বিরাট। জানা গেছে, চারজন মিলে শ্রীলঙ্কায় একসঙ্গে কাটাবেন প্রেমের উইকএন্ড।