বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে এ সমাবেশ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সদর বিএনপির সভাপতি মাউন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরকারের ষড়যন্ত্রের শিকার। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এ্যানির নামে দায়ের করা নয়টি মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দিতে হবে।
Prev Post