দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার আর্শিবাদ গঙ্গা ব্যারেজ নির্মাণের নকশা প্রণয়ন শেষ পর্যায়ে। এই ব্যারেজ নির্মাণে অর্থায়ন খোঁজা হচ্ছে। তবে বিশ্ব ব্যাংকসহ অনেকেই ব্যারেজ নির্মাণে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এ প্রকল্পের কাজ শুরু হবে।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এস এম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, গঙ্গা ব্যারেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি স্থাপনা। এই ব্যারেজ নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো লবণাক্ততা থেকে মুক্ত হবে। একইসঙ্গে এই অঞ্চলের মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকেও বাঁচবে।
Next Post