দীর্ঘ দেড় মাস পর আটক হলো মেসার্স ইরা কর্পোরেশনের জাহাজ এস এ বাসার। রোববার বিকেলে পুলিশ নারায়ণগঞ্জ বন্দরের কেন্দ্রীয় খাদ্য গুদাম সিএসডি জেটি থেকে জাহাজটি আটক করে। জাহাজটি মতলবের উত্তর থানা এলাকায় এমভি ফারদিন নামক একটি সিমেন্ট বোঝাই জাহাজকে ধাক্কা দিয়ে ১ কোটি টাকার ক্ষতি করে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ১২ ডিসেম্বর মতলব উত্তর থানা এলাকায় মেঘনা নদীতে সিমেন্টের কাঁচামাল বোঝই জাহাজ এমভি ফারদিন নোঙ্গর করে থাকাবস্থায় ভোরে প্রাণের মাল নিয়ে ঢাকা আসার পথে এসএ বাসার জাহাজটি মেভি ফারদিনকে ধাক্কা দিলে জাহাজের তলা ফেটে পানি ঢুকে ১ কোটি টাকার ক্ষতি হয়। এ সময় এসএ বাসার জাহাজটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন এমভি ফারদিনের মাস্টার আলম বাদী হয়ে মতলব উত্তর থানায় জিডি করে। দীর্ঘ দিনেও জিডির কোন অগ্রগতি না থাকায় মাস্টার আলম বাদী হয়ে মতলব উত্তর থানায় ১ কোটি টাকার ক্ষতি উল্লেখ করে গত ১৩ জানুয়ারি একটি মামলা করেন। মামলা নং ১০(১০)১৬।
শনিবার এসএ বাসার জাহাজটি পুনরায় চট্টগ্রাম থেকে সরকারি গম নিয়ে বন্দরের সিএসডি কেন্দ্রীয় খাদ্য গুদামে এলে মতলব থানার মামলায় রোববার বিকেলে বন্দর থানা পুলিশ জাহাজটি আটক করে। জাহাজের মাল খালাস হওয়ার পর জাহাজটি পুলিশ থানা হেফাজতে নিয়ে যাবে। তবে জাহাজের কোন স্টাফকে পুলিশ আটক করেনি। –
Prev Post
Next Post