কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুসুম আক্তার (১৯) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত কুসুম আক্তার উপজেলার চকলক্ষিপুর গ্রামের আবু ইউসুফের স্ত্রী। কুসুম আক্তারের নিজ বাড়ি কুমিল্লা সদরের ধনপুর গ্রামে।
সোমবার উপজেলার চকলক্ষিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে কুসুমের লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ তিন মাসের গর্ভবতী ছিলেন।
নিহতের মামাতো ভাই তাজুল ইসলাম জানান, ৯ মাস আগে আবু ইউসুফের সঙ্গে কুসুম আক্তারের বিয়ে হয়। সোমবার আমরা কুসুমের মারা যাওয়ার খবর পেয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমরা গিয়ে বাড়িতে কুসুমের শ্বশুর বাড়ির কাউকে পাইনি। সবাই পলাতক রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি এম ফরহাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Next Post