মুরতাজা আহমাদি। বাবা পেশায় কৃষক। বয়স সবেমাত্র ৫। থাকেন কাবুলের দক্ষিণ-পশ্চিম শহর গজনিতে। আফগানিস্তানের এই শিশুটার সঙ্গে কিনা দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বিতর্ক সাপেক্ষে বর্তমানের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
কী এমন করে বসলেন পাঁচ বছর বয়সী এই আফগান। মুরতাজা আহমাদির ঘটনাটা কিন্তু যথেষ্টই আবেগময়। মেসি বলতে অজ্ঞান। কিন্তু মেসির জার্সি কিনে দেয়ারও সামর্থ্য নেই কৃষক বাবার। ফলে বড় ভাই হুমায়ূন নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে বানিয়ে দিয়েছিলেন একটা আর্জেন্টিনার জার্সি। মাঝখানে ‘মেসি’ ও ‘১০’ লেখা। আর তাতেই আনন্দে আত্মহারা মুরতাজা আহমাদি। পলিথিনের সেই জার্সি পরেই বল নিয়ে নেমে পড়েছিলেন আফগান মরুতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে। যাতে মেসি পর্যন্ত পৌঁছেছে এই খুদে ভক্তের গল্প। এতেই যেন আপ্লুত আর্জেন্টিনা অধিনায়ক। মেসির বাবা হোর্হে মেসি এএফপিকে বলেছেন, ‘এই ছেলেটির জন্য কিছু করতে চান মেসি।’ আফগান শিশুর জীবন যে বদলাতে যাচ্ছে আফগানিস্তানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র সাঈদ আলী কাজেমীর কথাতেও সেটা বোঝা যাচ্ছে, ‘ছেলেটির সঙ্গে দেখা করার জন্য মেসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমরা ব্যবস্থা করছি। এখন দেখা যাক মেসি আফগনিস্তানে আসেন, নাকি ছেলেটিকে স্পেনে নেয়া হয়। নাকি অন্য কোনো দেশে এদের দেখা হয়।
Prev Post
Next Post