কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল পথের লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন লাকসাম সংলগ্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উন্দানিয়া গ্রামের বশরত আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) এবং জহিরুল ইসলাম (৩৫)। নিহত জহিরুল ইসলাম কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) কর্মচারী, অপর ভাই মফিজুল ইসলাম প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মোটরসাইকেল আরোহীরা বাড়ি থেকে লাকসাম বাজারে আসার পথে লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্নফুলী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি (কুমিল্লা-ল-১১-২৫০৪) ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে প্রায় ১০০ গজ দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলে দুইজন মারা যায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এটি অবৈধ রেলক্রসিং, এখানে কোনো গেইটম্যান নেই। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে।