পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতির অপরাধে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশের পোশাক পরে গাড়ির গতিরোধ করে একাধিকবার ডাকাতি করে আসছিলো এ চক্রটি। সম্প্রতি এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি অভিযানে চাঁদপুর জেলার নান্নু মিয়া, নজরুল ইসলামকে পলাশ উপজেলা ঘোড়াশাল থেকে গ্রেফতারের পর তাদের তথ্য মতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতরাতে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। এ অভিযোগে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।