নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১৫ জন গ্রাম পুলিশের সন্তানকে স্কুলব্যাগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানা চত্বরে ইউএনও এস. এম মেহেদি হাসান।
বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ, ভিক্ষুক পুর্নবাসন, জুয়া বন্ধ ও মাদক প্রতিরোধে অবদান রাখায় তাদের সন্তানদের জন্য ১টি করে স্কুলব্যাগ প্রদান করা হয়।
প্রসঙ্গত এস এম মেহেদি হাসান মঙ্গলবার প্রথম কার্যদিবসে গ্রাম পুলিশদের উদ্বুদ্ধকরণ সভায় থানায় যোগদেন।
Next Post