রাকা বিশ্বাস। প্রথমে যাত্রা শুরু করেন মডেল হিসেবে, তারপরে সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেন। এরপরে কামব্যাক করেই চলচ্চিত্রে অভিষেক। প্রথম চলচ্চিত্রের শুটিং শেষ হতে না হতেই হাতে আবার নতুন ছবি। রাকা’র সাথে কথা বলে লিখেছেন মাহতাব হোসেন
শুরুটা ২০১২ সালে। বিলবোর্ডের মডেল হয়ে নজর কাড়েন রাকা বিশ্বাস। না ঠিক সেটাও সবার কাড়া বলা যাবে না। রাকা বিশ্বাস একটা শ্রেণির চোখে পড়েন। শুরু হয় মডেল ক্যারিয়ার। বাংলা লায়ন ওয়াইম্যাক্সের বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন পর্দায় নিজের অবয়ব প্রদর্শনের সুযোগ পেয়ে যান। বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পেয়েছিল। এরপরে প্যারাডাইস ফ্যান ফুলকলি সুইট, সানড্রপ…
চলছিল এভাবেই। হুট করেই থেমে যান। পারিবারিক একটা প্রতিবন্ধতা। শুরু হয় নতুন রাকা’র পথচলা। ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’ প্রতিযোগীতায় পঞ্চম স্থান অধিকার করেন। ওই প্রতিযোগীতায় রাকা দ্বিতীয় ‘বেস্ট ফিগার’ নির্বাচিত হন। একই সাথে মিস ফটোজেনিকও নির্বাচিত হন।
মডেল দিয়ে ক্যারিয়ার শুরু হওয়া রাকা’র ট্র্যাক চেঞ্জ হয়ে যায় পা রাখেন বড় পর্দায়। মিজানের রহমান শামীমের পরিচালনায় ‘মরণ নেশা’ নামের একটি একটি চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় পা রাখেন এই সুন্দরী। তাঁর বিপরীতে ছবিটিতে অভিনয় করেন সাদমান সামীর, রুবেল আলেকজান্ডার বো। ছবিটির শুটিং শেষ পর্যায়ে।
গতকাল সোমবার রাকা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘মানুষ অমানুষের প্রেম।’ এই ছবিটি পরিচালনা করছেন রুবেল আনুশ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। রাকা জানান, পরিচালক আমাকে গল্প শোনাতেই কাজ করতে রাজি হয়ে যাই। প্রেমের গল্প অথচ স্বাদ ভিন্ন। আমার বিপরীতে এই ছবিতে দেখা যাবে বাপ্পীরাজকে।