কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন (৬৫)কে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত দেলোয়ার হোসেন রাজাখালীর নতুন ঘোনা এলাকার মৃত আশরফ আলীর পুত্র। মঙ্গলবার দিবাগত রাত আটাইটার দিকে মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে শরতঘোনায় অনুষ্ঠিত একটি বনভোজন অনুষ্ঠানে গিয়ে গন্ডগোল করেন। সহ্য করতে না পেরে এক পর্যায়ে বনভোজনের আয়োকরা তাদেরকে তাড়া করেন। এসময় দেলোয়ার বনভোজন আয়োজকদের হাতে আটক হলেও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে খুন করে আয়োজকরা।
হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে ওই ইউপি সদস্য জনগণের গণধোলাইয়ে নিহত হয়েছে বলে প্রচার চালাচ্ছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা ভূইয়া জানান, শরত ঘোনায় বনভোজনে ২ পক্ষের কথা কাটাকাটিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিকভাবে ৮ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। বিস্তারিত তদন্তের পর বের করা যাবে প্রকৃত ঘটনা।
এ ব্যাপারে পেকুয়া উপজেলার চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু জানান, এই হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ভিন্ন কথা শোনা যাচ্ছে। এরমধ্যে কিছু কিছু লোক দাবি করছে, দেলোয়ার হোসেন একজন চিহ্নিত ডাকাত। তার কারণে এলাকার সকলেই অতিষ্ঠ। তাই ক্ষিপ্ত হয়ে তারা গণধোলাই দিয়ে দেলোয়ার হোসেনকে হত্যা করেছে। অপরটি হল শরত ঘোনায় একটি বনভোজনে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে। পুলিশ এব্যাপারে তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Prev Post