জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি। সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক স্মৃতি থাকে, যেটা আমরা ভুলে যেতে চাই। জনপ্রিয় অভিনেত্রী ববিতা বলছেন তেমনই একটি স্মৃতির কথা..
পরিচালক দেওয়ান নাজমুল তাঁর ‘সীমারেখা’য় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন। আমি জানতাম এটা বাংলাদেশের ছবি। সেভাবেই শেষ দৃশ্য পর্যন্ত কাজ করেছি। দুই বছর আগে ছবিটি মুক্তির সময় শুনলাম, পোস্টারে লেখা ‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি’। পরে জানলাম কলকাতায়ও ছবিটি মুক্তি পাবে। এটা কেমন হলো। আমার সঙ্গে প্রতারণা! এর আগে যৌথ প্রযোজনা শুধু নয়, কলকাতার অসংখ্য ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কোনোটিই করিনি। চেয়েছিলাম সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ দিয়েই ওপারের দর্শক আমাকে মনে রাখুক। কিন্তু দেওয়ান নাজমুলের কারণে আমার সেই চাওয়াটা আর থাকল না। ছবি মুক্তির আগে তাঁকে বারবার বলেছি, অনুরোধ করেছি আমার অংশটুকু ফেলে দিতে। আর যদি আমাকে ছবিতে রাখতে হয় তাহলে কলকাতায় মুক্তি দেওয়া যাবে না। জল অনেক ঘোলা হলো। অনেক অভিনেতা-অভিনেত্রীই আমার পাশে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরাও এ ব্যাপারে কলম ধরেছেন। কিন্তু তিনি কারো কথা শোনেননি। এতে আমি খুবই অপমানিত বোধ করেছি। এর পর থেকে এখনো নতুন কোনো ছবিতে আর চুক্তিবদ্ধ হইনি। কেউ প্রস্তাব নিয়ে এলে ভয় লাগে। অথচ আমি অভিনেত্রী, এখনো কাজ করতে চাই। ক্যামেরা, রোল, অ্যাকশন শব্দগুলো খুব মিস করি। ক্যারিয়ারে এমন বাজে অভিজ্ঞতা আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না। মাঝে মাঝে ভাবি, এটা আমার সঙ্গে না হলেও পারত। ভুলে যেতে পারলে ভালো লাগত, কিন্তু এই ঘটনা আমি ভুলব না।