সারাদেশে দেড় হাজার জায়গায় বিনা মূল্যে ওয়াই-ফাই হটস্পট সেবা দেবে ‘আমরা’ কম্পানিজ। কোনো ধরনের শর্ত, ক্যাপস সীমা ও ফেয়ার ইউসেজ পলিসি ছাড়াই এ হটস্পট থেকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এমনটাই জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। হটস্পটগুলোতে সংযুক্ত থাকা অবস্থায় গ্রাহকেরা যেকোনো ওয়েবসাইটে যতক্ষণ ইচ্ছা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৩০০টি জায়গায় হটস্পট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এসব স্থান জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচন করে প্রতিষ্ঠানটি। রেস্তোরাঁ, কফিশপ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল ও অবসর যাপনের জায়গাগুলোয় হটস্পট সেবা দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রামের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোন তৈরি করা হয়েছে। ফেব্রুয়ারিতে ২৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে।
‘আমরা’ স্মার্ট সল্যুশনসের প্রধান নির্বাহী ইন্তেখাব মাহমুদ বলেন, আগামীতে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের চাবি হচ্ছে তরুণ প্রজন্ম। আমাদের উপলব্ধি অনুযায়ী, এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে হবে। এ অর্জনের জন্য আমরা কম্পানিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করে আমরা।