ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পারমথুরাপুর গ্রামের বাসের শেখের ছেলে। বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক মিজান দুপুরে নিজের ধানের জমিতে কাজ করতে যায়। এ সময় ধান ক্ষেতের মধ্যে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।