স্থলবন্দর থেকে গত অর্থবছরে সরকারের আয় ৬১ কোটি টাকা

0

sajahan khanগত ২০১৪-১৫ অর্থ-বছরে দেশের ২২টি স্থলবন্দর থেকে স্থল বন্দর কর্তৃপক্ষ ৬০ কোটি ৮৭ লাখ ৪ হাজার ২৫১ টাকা আয় করেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান। বৃহষ্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এতথ্য জানান।
এসময় নৌমন্ত্রী সংসদে না থাকায় তার পক্ষে উত্তর দেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, নতুন করে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে এবং হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লায় স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার  রয়েছে।
মামুনুর রশীদ কিরনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় বিআইডব্লিউটিসির ৯টি ফেরি রুট চালু রয়েছে। এ সকল রুটে বিআইডব্লিউটিসির ৫০টি ফেরি নিয়োজিত আছে। ফেরির সংখ্যা আরো বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More