বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন ‘H175’

0

Syphonyবাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো ‘H175’। ৪০০০ এমএএইচ, লি-পলিমার ব্যাটারি এবং ৬৪ বিট প্রসেসরের সমন্বয়ে স্মার্টফোন আনল সিম্ফনি।
এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি IPS বিগার স্ক্রিন, পাওয়ারফুল ক্যামেরা এবং ৫.১. অ্যান্ড্রয়েড ললিপপ। ১৩ মেগাপিক্সেল ব্যাক (অটোফোকাস সমৃদ্ধ) এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬৪ বিট এবং ১.৩ গিগা হার্জের কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি র‌্যামের কারণে ফুল এইচডি ভিডিও দেখা যাবে সাবলীল গতিতে এবং অ্যাপস চলবে অনেক দ্রুত। Mali T720 GPU থাকার কারণে গেম খেলা যাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া। এই ফোনটির ক্যামেরা সফটওয়্যারে থাকছে জিরো শাটার ডিসপ্লে, ফেস ডিটেকশন, টাইম স্ট্যাম্প, নয়েজ রিডাকশন এইচডিআর, কন্টিনিউয়াস শট স্লো মোশন ভিডিও এবং লাইভ ফটো।
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ‘স্মার্ট মোশন’ যাতে থাকছে অ্যাকশন আনলক, স্মার্ট অ্যানসার, অ্যানসার বাই সুইং, স্মার্ট কল এবং স্মার্ট সুইচসহ আরো অনেক ফিচার।  সিম্ফনি ‘H175’ দুটি ভিন্ন রঙে (ধূসর এবং সাদা) এই মাস থেকেই বাজারে পাওয়া যাচ্ছে । এই সেটটির মূল্যের দিক থেকে সিম্ফনি আবারো চমক দেখাল। সেটটির মূল্য রাখা হচ্ছে মাত্র ১০ হাজার ৪৯০ টাকা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More