সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা পণ্ড হয়ে গেছে। এরই মধ্যে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে সেনা পাঠানোর কথা বলেছে সৌদি আরব। এসব বাস্তবতায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপাকে পড়ে লোকজন ছুটছে তুরস্কের দিকে। খবর আল-জাজিরার।
হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) নামের এই সংস্থাটি জানিয়েছে, ‘গত তিনদিনে আলেপ্পোর আজাজ থেকে ৫০ হাজার লোক তুরস্কের কিলিস সীমান্তে এসেছে।’
এর আগে গত বৃহস্পতিবার লন্ডনে সিরিয়ায় অর্থদাতাদের একটি সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, আলেপ্পোতে সহিংসতার ভয়ে ৬০ থেকে ৭০ হাজার সিরীয় তুরস্কের পথে রয়েছে।
Next Post