কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম (২৮) নামে আরও এক ডাকাতকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার রানীচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের তেবারিয়া গ্রামের রুবেল (২৫), অপর একজন সোলমান (২৮), তার ঠিকানা পাওয়া যায়নি। আহত নাঈম চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার নোমান জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চান্দিনার রানীচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় ডাকাতির সময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তিন ডাকাতকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার রুবেল ও সোলমানকে মৃত ঘোষণা করে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ডাকাত নাঈম এর অবস্থাও আশঙ্কা জনক। নিহত দুই ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত চলছে।