নড়াইলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

0

SONY DSC

নড়াইল শহরের জিরো পয়েন্টে ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিস্কারের মধ্যদিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।  শনিবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘পরিবর্তন চাই’ নামে একটি সংগঠনের  আয়োজনে উদ্বোধনের পর একটি র‌্যালি বের হয়। র‌্যালি চলাকালে সড়কের দুপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ। এসময় পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শ্লোগান দেওয়া হয় এবং নিজ নিজ বাড়িঘর, আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিস্কিার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
পরিবর্তন চাই নড়াইল জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম তুহিন জানান, পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমাদের ছোট এই শহরটি যেন একটি পরিচ্ছন্ন শহরে পরিণত হয় সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More