প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত টাঙ্গাইল জেলা শিক্ষা মেলায় মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক, মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান সহ প্রমুখ। মেলায় জেলার ১২টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অংশ গ্রহণ করে। এরমধ্যে মির্জাপুর উপজেরা শিক্ষা অফিস শ্রেষ্ঠ হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেন।
Prev Post
Next Post