নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় আসছেন এ সময়ের ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। আহসান আলমগীরের রচনায় ‘ঝামেলা আনলিমিটেড’ নির্মাণ করছেন শামীম জামান।
নাটকের গল্পে দেখা যাবে, রহমান সাহেবের দোতলা বাড়ির উপর তলায় তিনি থাকেন। আর নিচ তলা ভাড়া দেয়া। নিঃসন্তান হওয়ার কারণে পরিচিত জনদের সন্তানদের প্রতি অন্য রকম ভালোবাসা কাজ করে রহমান সাহেবের। তাই গ্রামের বাড়ির কেউ ঢাকায় বেড়াতে এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল হয় তার বাড়ি। আর এসব নিয়ে ত্যক্ত-বিরক্ত তার স্ত্রী।
ইদানিং এমন অবস্থা দাঁড়িয়েছে-এ বাড়িতে যেই আশ্রয় নেন, তিনি আর যেতে চান না। অনেকে যাওয়া-আসার মধ্যে থাকেন, তবে তাদের মধ্যে সবুজ, প্রণব, গোধূলী এবং অন্যরা প্রায় স্থায়ী হয়ে থেকে গেছেন। এরা সবাই পরিচিত হলেও কেউই আপনজন নন।
ধারাবাহিকটিতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। নাটকে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইসি, ওয়াহিদা মল্লিক জলি, সনিয়া হোসেন, তারেক স্বপন, সঞ্জীব আহাম্মেদ, আমানুল হক হেলাল প্রমুখ।
নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।
Next Post