ইসির তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পাচ্ছে ইসলামী ব্যাংক

0

islami bankগ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ও ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর হয়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির ফলে ইসলামী ব্যাংক নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহীনের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও কমিশনের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার, এ এ এম হাবীবুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More