সিরিয়ায় সেনা পাঠানোর মতো সাহস সৌদি আরবের নেই বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
সিরিয়ায় হযরত জয়নব সালামুল্লাহি আলাইহার মাজার রক্ষার কাজে নিয়োজিত আইআরজিসি’র ছয় সেনার দাফন অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত সপ্তাহে জঙ্গি গোষ্ঠী দায়েশের হামলায় এসব সেনা নিহত হন।
এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরব করেছিল, মার্কিন নেতৃত্বাধীন দায়েশ বিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দিয়ে সিরিয়ায় সেনা পাঠাতে চায় তারা। একজন সৌদি সেনা মুখপাত্র জানান, আন্তর্জাতিক জোট সম্মত হলে সিরিয়ায় সেনা পাঠাবে সৌদি আরব।
এর প্রতিক্রিয়ায় মেজর জেনারেল জাফারি বলেন, সৌদি সরকার দাবি করছে যে তারা সিরিয়ায় সরাসরি সেনা পাঠাতে চায়। কিন্তু আমার মনে হয় না তাদের সে সাহস আছে। যদি তারা এ কাজ করে তাহলে সেটা হবে সৌদি আরবের আত্মহত্যার সমতুল্য।
আইআরজিসি’র কমান্ডার আরো বলেন, সিরিয়ায় সম্মুখ যুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই।