নীলফামারীর গোড়গ্রামে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বসত ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের পুকুরপাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানকার মোসলেম উদ্দিনের রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। পরে আশপাশ ছড়িয়ে পড়ে।
আগুনে ২০টি পরিবারের ৫০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত পাঁচ ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী হাসিবুল হাসান হাসান পল্লব জানান, ঘনবসতি এলাকা হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস নীলফামারী স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক প্রামানিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Prev Post
Next Post