বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করে বলেছে, অবৈধ ক্ষমতা দখলকারী সরকার আন্দোলন-সংগ্রামকে ভয় পায় বলে বহিরাগতদের মদত দিয়ে ছাত্রদলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তারা জানে না, তাদের এই কূট-কৌশল কোন দিনই সফল হবার নয়। তাই তারা অনায্যভাবে আমাদের কার্যালয়ের সামনে থেকে আমাদেরই নেতা-কর্মীদেরকে বিনা কারণে গ্রেফতার করছে।
সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান শুক্রবার এক বিবৃতিতে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে ছাত্রদল নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ অভিযোগ করেন।
নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। শাসকদলের পুলিশ ও দলীয় সাঙ্গ-পাঙ্গ সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাপিয়ে পড়ছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানও তাদের কাছে ভালো লাগছে না।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি, ঢাবি শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য নুরে আলম ভূইয়া ইমন, ঢাকা কলেজ ছাত্রদল সদস্য নাঈমুর রহমান এবং ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মো. আরাফাত মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
Prev Post