অবশেষে রাশিয়া ফেডারেশনের অংশে পরিণত হলো ক্রিমিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রিমিয়ার নেতারা এ বিষয়ে মঙ্গলবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর আগে রুশ পার্লামেন্টের উভয় কক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বিশেষ অধিবেশনে পুতিন বলেন, “ক্রিমিয়া সর্বদা রাশিয়ার অংশই ছিল।” এই চুক্তির মাধ্যমে একটি ‘ঐতিহাসিক অবিচার’ সংশোধিত হলো বলে উল্লেখ করেন পুতিন। ইউক্রেনের সরকার জানায়, রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি কিয়েভ কখনো মেনে নেবে না। জি-৭ ও ইইউর সঙ্গে এ ব্যাপারে আলোচনার জন্য আগামী সপ্তাহে হেগে একটি বৈঠকে বসতে যাচ্ছে আমেরিকা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কিয়েভ কখনো ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণা ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে তথাকথিত চুক্তি মেনে নেবে না।” জার্মান ও ফ্রান্স ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যকার এ চুক্তির নিন্দা করেন। পুতিন রুশ পার্লামেন্টে বলেন, “১৯৫৪ সালে এবং স্নায়ুযুদ্ধের পর দুই দফায় ক্রিমিয়াকে ইউক্রেনের অংশে পরিণত করাটা ছিল একটি ভুল, কারণ এই অঞ্চলটি রাশিয়ার জন্য ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনকে ভাঙতে চায় না, এবং যারা বলছে যে ক্রিমিয়ার পর অন্যান্য অঞ্চলের পালা আসবে- তাদের কথায় কান দেবেন না।” পুতিন বলেন, “ক্রিমিয়ায় যে গণভোট হয়েছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।” রোববার এক বিতর্কিত গণভোটের ক্রিমিয়ার বহু ভোটার ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে ভোট দেন। এর ৪৮ ঘণ্টা পার না হতেই ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।