প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসেবে বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী কারা চূড়ান্ত করবেন তারও ব্যাখ্যা দেন।
বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই মোট ৫ জনকে একজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।
তবে ইউপি নির্বাচনে কে বিএনপির প্রার্থী অনুমোদন দেবেন তা চূড়ান্ত হয়নি জানিয়ে রিজভী বলেন, কমিশন থেকে চিঠি পেয়েছি। চিঠির যে ভাষা তাতে পৌরসভায় যেমন নিয়ম নির্ধারণ করা হয়েছিলো, অনেকটা তাই। এ নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে তারপর জানাবো।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে নাজিমউদ্দিন আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানা উল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।