সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট ৭০,০০০ এন্ট্রির মধ্য থেকে সেরাদের বাছাই করা হয়। উন্মুক্ত এবং তরুণ ক্যাটেগরিতে সেরা পুরষ্কার জিতেছে এমন ১১ ছবি এখানে দেয়া হল। এই প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবীর উদয়ীমান প্রতিভাগুলোকে তুলে ধরা হয়। এতো বড় প্রতিযোগিতা থেকে সাফল্য ছিনিয়ে এনেছেন বাংলাদেশের ফটোগ্রাফার তুর্জয় চৌধুরী। তিনি তরুণ ক্যাটেগরিতে এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন। অভিনন্দন তুর্জয় চৌধুরী!