বায়ু দূষণের কারণে সারা বিশ্বে প্রতি বছর অন্তত ৫৫ লাখ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এসব মৃত্যুর বেশিরভাগই ঘটছে চীন এবং ভারতের মতো দেশে।
বায়ু দূষণের জন্য বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, যানবাহন থেকে নির্গত ধোঁয়াকেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক বিজ্ঞান উৎসবে এই নতুন গবেষণার ফল প্রকাশ করা হয়। ‘ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট’ এই গবেষণার তথ্য সংগ্রহ করে।
তাদের রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব েজুড়ে মানুষের মৃত্যুর ক্ষেত্রে বায়ু দূষণ এখন চতুর্থ ভয়ঙ্কর কারণ। বায়ু দূষণের কারণে যে সব ক্ষুদ্র কণা মানুষ শ্বাসের সঙ্গে টেনে নেয়, তা হৃদরোগ এবং নানা ধরণের শ্বাসরোগের কারণ হয়ে দাঁড়ায়।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়, বায়ু দূষণের কারণে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রতি বছর ১৬ লাখ মানুষ মারা যায়। ভারতে এই মৃত্যুর সংখ্যা প্রায় ১৩ লাখ।
তবে চীনে বায়ু দূষণ ঘটে মূলত কয়লা পোড়ানোর ফলে। আর ভারতে দূষণের জন্য মূলত দায়ী করা হচ্ছে রান্নার জন্য জ্বালানি হিসেবে যে লাকড়ি ব্যবহার করা হয় সেটিকে।
Prev Post
Next Post