দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
শনিবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন শুরু হয়। পূজা শেষে বিশ্ববিদ্যালয় পূজা কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।
প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইআরটির পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়, হাবিপ্রবির ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন প্রমুখ।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পূজা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।